হাতে আঁকানো ছবি থেকে একই ধরণের চমৎকার ছবি তৈরী

এখানে তুমি শিখবে, গল্প অ্যাপে কিভাবে হাতে আঁকানো ছবি থেকে একই ধরণের চমৎকার ছবি তৈরী করা যায়।

তাসনীম রেজা

5/3/20241 মিনিট পড়ুন

তুমি কি কখনো তোমার ছোট্ট সোনামনির হাতে একটা পেন্সিল এবং একটা কাগজ দিয়ে দেখেছো সে কি করে?তার কচি হাতের একটু আঁকিবুকি আর তোমার অন্তর ভেজা আনন্দ!

তুমি যদি তাকে জিজ্ঞাসা করো কি এঁকেছো?

সে হয়তো কিছু অদ্ভুত উত্তর দিবে, একটা স্ট্রেইট লাইনকে হয়তো বলবে বাবা এটা একটা বাসা, এইটা আমার ঘর কিংবা এটা একটা গাছ। তার আসেপাশের পরিবেশকে তার মত করে পেন্সিলের আঁচড়ে ফুটিয়ে তুলতে চেষ্টা করবে।

তুমি তোমার সোনামনিদের এই ছোটখাটো অঙ্কনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারো, ধরে রাখতে পারো এই স্মৃতি গুলোকে, তাদেরকে উৎসাহ দিতে পারো কিভাবে আরো ভালো আঁকা যায়।

বাচ্চাদের শেখানোর জন্য দরকার, সে কি চিন্তা করবে এটা না বলে সে কিভাবে চিন্তা করবে এটা শেখানো। যেমন, তুমি একটা বাচ্চাকে একটা ঘর আঁকানোর বলবে না, তুমি বলবে একটা গল্প, যে গল্পের মধ্যে একটা ঘর আছে এবং সাথে আরো আছে অন্য চিত্র। এতে করে বাচ্চারা চিন্তা করতে শিখবে।

বাচ্চাদের আঁকাআঁকি করার মাধ্যমে প্রথম শেখার যাত্রা শুরু হয়।

আমি গল্প অ্যাপে নতুন কিছু ফিচার এড করেছি। যেমন একটা ফিচার হচ্ছে বাচ্চাদের আঁকানো ছবি থেকে অ্যাপের মাধ্যমে তুমি একই ধরণের সুন্দর কার্টুন ছবি তৈরী করতে পারবে।

অ্যাপ দিয়ে ছবি তৈরীর সময় বাচ্চার কাছ থেকে শুনবে সে কি চিন্তা করেছে, সে তোমাকে অনেক আগ্রহ নিয়ে ছবির গল্পটি বলবে। বাচ্চারা এধরণের গল্প বলতে পেরে অনেক খুশি হয় আরো খুশি হয় অ্যাপে তৈরী কার্টুন ছবি দেখে :)

এধরণের কার্টুন ছবি তৈরির প্রোসেসটা আমি অনেক সিম্পল রাখার চেষ্টা করেছি। নিচের কয়েকটি স্টেপ ফলো করলেই হবে:

১. তুমি মোবাইল বা আই প্যাডের ক্যামেরা দিয়ে ছবিটা তুলবে।
২. ছবিটা গল্প অ্যাপে আপলোড করবে।
৩. তারপরে অ্যাপেকে ছবি তৈরী করতে বলবে :)
৪. তুমি পেয়ে যাবে একটা সুন্দর কার্টুন ছবি।

তোমরা যারা এটা ট্রাই করে দেখতে চাও, এখানে একাউন্ট তৈরী করো https://app.golpo.se/verify :)

উদাহরণ